দেহের রক্তগুলো
ব্যর্থতার কোষে পরিনিত!
দুর্বলতার দুর্বলাঘাস
সূর্যমুখি ঠোঁটে একাকার।
তবু দেহো হেসে উঠে-
সোনালি মাঠ প্রান্তর;
জোছনা রাতের যত ক্ষুধা
বুঝে না নির্ঘুম চোখ-
তোদের ভোর হয় জয়ের ক্রন্দনে
অথচ অম্লান ব্যর্থতার কোষে রক্ত মাংস।


০১ শ্রাবণ ১৪৩০, ১৬ জুলাই ২৩