আমার দেহের খাটে
নরম বিছানায় মশার রক্ত চুষা রাত-
অথচ রান্না করা পাতিলে
মাছ, মাংসের গন্ধ নাই
সবিই ঊর্ধ্বমুখি বাজারের ঘুম;
বিশ্বাস করার উপায় নাই-
বিনিময় ছাড়া কিছু নাই
তাহলে সৎ গন্ধ কোথায় পাই
বুঝেছি, সংগোপনটাও অভিনয়
রক্ত চুষা সকালটাও যেনো মশার খাট।


২০ ফাল্গুন ১৪৩০, ০৪ মার্চ ’২৪