শুনি শুধু লোভে পাপ- পাপে মৃত্যু
কথাটার যত প্রেম, বাস্তবতা ক্ষীণ দেখাচ্ছে
সত্যই লোভ পাপের মৃত্যু নেই
মৃত্যু নেই- যত ন্যায় নিষ্ঠ্য কাজে মরছে
সাদা পানির উপকারিতা কমছে-
পার্শ্বপ্রতিক্রিয়াহীন লাল পানির কদর বাড়ছে
আর কত শুনবো- তবু এতটুকু
পাপ পুণ্য বুঝে না, দেহ ভাজে রক্তপিশাচ
লোভ পাপে নাকি বেহিসাবী গুণছে-
লোভ পাপের দয়া নেই বট ছায়া ভাঙছে।


২১ অগ্রহায়ণ ১৪২৯, ০৬ ডিসেম্বর’২২