এই হাট বাজারের গরমে
কেমন বুঝি হিম ঠাণ্ডা রমজান!
তবু জানি মোয়াজ্জিমের
আযান, ইফতারে দূর হয় ক্লান্তি;
অবসাদ এতটুুকু সংযম-
বোধচিন্তা নেই মৃত্যুর নেক আমল!
সওয়াবের মাসে অসাধু ব্যবসা
তবু রমজানের শেষে ঈদের আসে বার্তা!
হেসে যাই- মাঠে ময়দান-
এই সব বিদ্বেষ মানে না রমজান।


২০চৈত্র ১৪২৮, ০৩ এপ্রিল ২২