=======================
চোরে’র আকার ভেদ কি? যেমনটা ব্যাকারণ
সমূহ কারক, সমাস কিংবা প্রত্যয় ! অথচ
রক্তকোষেই বহমান করে এক রঙিন চোর;


তারপর দেখো জনসমুদ্রে ধর্মকথা কী শুনে
জলের ঢেউ ! তবুও তরুপাতার মতো ঝরে আর
কেউ বলে উঠে - চোর- গো চোর, স্বর্ণ চোর!


ঈশ্বরের কাছে নাকি সিসি ক্যামেরার মেখলা বরন -
সন্দেহাতীত ভাবে নজির দৃষ্টান্ত হবে সুখকর
মনের সমস্ত চোর অচোরের সন্ধিমধুর ব্যাকারণ;


শুদ্ধতা বয়ে চলুক জলমাটি এমন কি একটা মৃত্যু
অতঃপর দেখলো কে দাগ কাঁটা রূপক চোর।
২৯-০৯-১৮
-----------