=======================
কেঁদেছিল চোখ- শ্রাবণ আসার আগে-
ধরেছিল ফাল্গুনে আগুন-চোখের কোণে
তবুও যন্ত্রনা গুমরে মরে না মন-
সুখের বর্ষা চাঁদমুখি তুই শুধু শুন;
অপরাধি -অপরাধি লাগছে কেমন?
ঢেউয়ের বাঁকে অসঙ্গতি এ জীবন;


কখনো যদি ভাবো শ্রাবণ, মহাসমুদ্র
হয়ে যাবে প্লাবণ- যদি দেখো আগুন
ধুষর তামা আঙ্গার হয়ে যাবে ফাল্গুন-
সবচিনেছে আজ শুধু তামাটে মৃত্তিকা-
উড়ে যায় দেখ নাকো ঘাসফড়িংর চরণ
সেখানেই যেন বালুচর ফুলের স্মরণ সভা।


১৬ আষাঢ় ১৪২৬, ৩০ জুন ১৯
-------------------------------------