দুচোখের দৃষ্টিময় ছায়া যতদূর যায়
একমুঠো স্বর্গের সুখ উপলব্ধি পাই!
অলিগলিতে চড়াই পাখি উড়াইলে
টুনটুনি কে খুঁজে পাওয়া যাবে না;
অথচ ধানশালিক হেসে হেসে বলে
কত ধানে- কত চাল- নাই রে পান্তা
ভাতে মাটির থাল; স্বর্গেই তো আছি
থাকব বুঝি চিরকাল; গায়ে যাদের
লাঠিয়াল গন্ধ- অলিগলিতে খেলতে
চাইবেই হা-ডু- ডু- কাবাডি আর কত?
খেলতে মজাই লাগে রক্ত দেখে কাঁদি
স্বার্থের মিরজাফর পিছন দিয়ে ভাগি।


০২ ভাদ্র ১৪২৯, ১৭ আগস্ট ’২২