বৈচিত্র ময় রাতে কবিতার ক্রন্দন নেই
আর্তনাদ শুধু মেঘের দোসর জল বয়;  
দেখো- চোখের ভিতর বালুচর- আর
থৈ-থৈ জল ঢেউ খেলা বুকের কিরা নায়;
ডুবে যাচ্ছে- যাচ্ছে সব প্রণয়ের ভাবনা-
তবু সান্ত্বনা হও কবিতা! এই ফাল্গুন কিংবা
চৈত্রের পোড়া অনল কোন কবির মনে!
অতঃপর উন্মোচন হলো কবিতার যত সব স্বপ্ন।


১৩ ফাল্গুন ১৪২৮ ২৬ ফেব্রুয়ারি ২২