চারপাশ আগুনের খেলায় সয্যাসঙ্গী হচ্ছে
সত্যরা সব পুড়ে যাচ্ছে- যাচ্ছে- যাচ্ছে!
আর দুষ্ট লোকের মিষ্টি কথায়-
ভুলে ভিরছে দেহের ঢাক ঢোল;
বুকের উপর টর্নডো হ্যারিকেন জ্বলে উঠে
দেখো আর্তনাদের দুর্ভিক্ষ সীমানা নেই-
আগুন শুধু আগুন- তবু বেঁচে থাকার সাহস চলে-
কবিতার মনে মনে খানিকটা বাতাসের গন্ধে
জ্বালাও- জ্বালাও- যত পারো খেলার সমগ্রী
আগুন যতোই জ্বলুক আকাশ থাকুক সয্যাসঙ্গী।


২২ চৈত্র ১৪২৯, ০৫ এপ্রিল ২৩