=====================
শকুন চোখে,হাড় কাপে মাটির বুক
অথচ বালুচরে সবুজ ঘাস দুলে-
কালোনিশির স্রোত হারায় এতটুকু সুখ
তবুও ছন্দদুলে কবিতার নাকি দুখ;


চামড়াগুলো গুণে কেলকুলেটারের পাতা
রক্তটা হোক না বুকের পাঁজরে ঝর্ণা-
আজও অম্লান যমুনার ছায়া স্রোতে
আর্তনাদ- ভেসে যায় বাতাসের কান্না!


তবে কার কি এসে যায়; জল কিংবা
অনাদায়ে হাড় কাপানো কেমন বাঁচ্চা-
সেতো রাখা বলি শকুন চোখের পালা।


০৩ ভাদ্র ১৪২৬, ১৮ আগস্ট ১৯
-------------------------------