রাতের আকাশ নিরব নিস্তদ্ধ-
হেঁটে যাচ্ছে শুধু চাঁদ আর চাঁদ;
খই ভাজা মাঠের অলি গলিতে
ভাবনার মুড়ির কাটায় ক্লান্ত-
তবু সংলাপ শেষ নয় মধ্যরাত!
ভোরের কুনজন পাখিদের গান
ভরে যাচ্ছে নদ নদী- খাল বিল
ঘাম ঝরানো দেহ এখন সাজসজ্জা
রঙিন শুধু চারপাশ আরও রঙিন-
ক্লান্তি দুর হয়ে এলো শান্তিময় উঠান।


১২ শ্রাবণ ১৪৩০, ২৭ জুলাই ২৩