আদর্শ একটা ছায়া মাটির
ঘাস গুলো শাসন মুখি বল;
অথচ ছন্নছাড়া শাসন নাকি
পুতুল- হু হাত পিচলে দূর
দুরন্ত চলে যায় তো যায়-
স্বপ্ন মিছিল পাড়ায় বাসর
ঘরে কত না শাসন আদর্শ
রাত ফুরালেই স্নানরত সুবাস
তারপর শাসনের রেওয়াজ
শুরু হয়! দু’চোখের মেঠোপথে
শাসন নাকি অপছা অপছা
দেখা যাচ্ছে আর আলোর কিরণ
উত্তপ্ত হচ্ছে-মাটির ছায়া পথে
আর খুব কাছে বাসর ঘরে শাসন।


০৩ মাঘ ১৪২৮, ১৭ জানুয়ারি ২২