মানুষ ভাবে কি- বলে কি?
সবই রঙ্গ তামাশার খেলা;
কোন মেঘ নেই, বজ্রপাত নেই
নেই শীতের উষ্ণতা,
তবু ঘর দুপুরে চৈত্রের মেলা-
মেলা জুড়ে মাথায় শিশির জমা
দু’হাতের বৃষ্টির খেলা
কে বুঝে, বুঝা বড় দায়-
ভবের সংসারে বেড়া জাল
তবু বলে কি, শিশির ভেজা মাথা।


০৭ চৈত্র ১৪৩০, ২১ মার্চ ’২৪