======================
এখনো বস্ত্রহীন দেহ- ভয় পাই না
এ শীতের কপন! কমপ্ট জড়ানো শীত-
কেন বা ভয় পায় উষ্ণ রোদন;
তাই বুঝি অভিমানী সূর্যমামার অস্বচ্ছ অনল
এমন কি দেহের আনাছে কানাছে হিম প্রবাহ-
তবুও ভয় পাই না- শক্ত মন বল
বাঁচ্চতে হবে এ ভাবেই- এ ভাবেই বাঁচ্চবো!
তোরা শুধু চেয়ে দেখ, কেমন শীতের অম্বর।


০৬ পৌষ অগ্রহায়ণ ১৪২৬, ২১ ডিসেম্বর ১৯
---------------------------------------