===============
সেদিনের উড়ুয়া বাউলা ঝড়
কি ছিল অনুরাগে গড় গড়
উচ্ছলিয়া গেলো ভাঙ্গিয়া দিলো-
মাটির একখানা মনুয়া ঘর !
কি ছিল অনুরাগে গড় গড়।


ঘরেও আঙ্গীনায় -আজও
পুবালী বাতাস বয়- তারার
নীলে ভাব বুনানো কথা কয়
একতারা কত না বাজনা বাজে-
মেঘের গর্জন কি আর সহ;


আকাশ তারা ঐখানে রয়
ঝিকিমিকি করে- অনুরাগী
আউলা বাতাস- সেদিনের ঝড়
হাওয়া বুঝতে পাও- রই শুধু
মুঠোপথে শ্মশানপুরে ঘর।


২৩ মাঘ ১৪২৫,০৫ ফেব্রু’১৯
---------------------------