আজ কাল মিষ্টি পাখিদের মুখে
প্রায় দেখছি- শুনছি, শব্দ সন্ত্রাস
কি রক্তাক্ত তার শব্দ তলোয়ার-
ভাবায় যায় না; শব্দ দিয়েই যত
হত্যা, খুন- এমন কি নেয়, শব্দ সন্ত্রাস
করছে না, মাঝে মাঝে এই সন্ত্রাসের সাথে
যুদ্ধ করতে হয়- কত বার খুন হচ্ছি-
বেঁচে যাচ্ছি- তবু শব্দ সন্ত্রাসের তান্ডবে
ঘুমপারানি খাটে, ঘুম নেই- মুখোমুখি
প্রতিরক্ষা হাত পা চলচ্ছে শব্দ সন্ত্রাস।


০৮ জ্যৈষ্ঠ ১৪২৯, ২২ মে ২৩