মধ্যদুপুর তবু গলা ভেজে না
ভোরের কাক, ফর্সা সময়-
অথচ দৃষ্টি ফেরে না!
আবার অপেক্ষা শুধু রাতদুপুর
পূর্ণিমা ঝাঁঝাল ক্ষণ
তবু নীরবতা আকাশ মাটি
দৃষ্টিখঞ্জন ঘাসফড়িং
কিছু ধূলির আবরণ অতঃপর
এতো শেষ দিব্যক্ষণ-
কালপিচ তোদের কে জানাই
ঘৃণার ঝড়তুফানে ধিক ধিক জানাই-
সমস্ত রক্ত শিরায় শোকাহত!
তুমি! তুমি প্রতিটি বর্ণে চির অমলিন।


৩০ শ্রাবণ ১৪২৮, ১৪ আগস্ট ২১