=========================
নিদিষ্ট্য করে কোন আঘাত নয়
এতটুকু শোকবহ দেখে অনুভূরি নাড়া দেয় না
তবুও কাল গর্ভিরে হারিয়ে যাচ্ছে মৃত্যু-
আনাদায়ি সবই রয় হিসাব নিকাশের হালখাতায়,
অথচ গায়ে নিত্য ক্ষণেই শোকবহ;
তারপর নিঝুম বনে ঝর্ণাধারে গান গেঁয়ে চলছে
কৃষ্ণ পুড়া কিছু পশু পাখির দল-
অতঃপর তোদের গায়ে মৃত্যুর হবে শোকবহ?


২০ শ্রাবণ ১৪২৬, ০৪ আগস্ট ১৯


-------------------------------