কবির প্রাণীদেহ ভাল নেই
এসব দেখেই করেছে ম্যাজ ম্যাজ!
কবিতার গাঁয়ে পাড়ায় গেচ গেচ-
কেমন করে হবে তাই রঙ সাজুনির ব্যচ;


ভয় করে না চিতল মাছ, যত আছে ছোট
মাছ, ধরে ধরে খাবে তাজ- কবি দেখে বসে
কবিতার একটুকু লাজ- অতঃপর কবির
শরীর ভাল নেই আজ।


১৫ আশ্বিন ১৪২৬, ৩০ সেপ্টেম্বর ২০
----------------------------------