দেহ ঘামের নুনটা যেনো
শ্রমের গন্ধ মাখা আতর!
যার মূল্য শুধু শ্রম দিবস
হয় না লাল স্যালুটে খোলস;
শ্রমের ঘামে যে রক্ত দেখি
পাঁজর টন টন তীব্র কাশি-
শ্রমিক ছাড়া হয় না বাজি
বছর ঘুরায় আর কত বাঁকি
দুই দেহতে শ্রম দিয়ে ভরা
কে কার দেখে না হাঁসফাঁস;
তবু ভাই শ্রমিক বার মাস।


১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল’২৪