এক দলা মাটি কিংবা ইট পোড়া বাসনা
হরদম চলছে বুক পাঁজরে- অথচ মেঘ
বৃষ্টির ভয় নেই-রক্তক্ষরণে জলাশয় নদ;
মনের গভীরে ইট ভাটার অনল জ্বেলে
শান্ত হতে বল মাটির চূড়া-তারপর
অহমিকা চোখের আঙ্গুলে চিনো না
এমনকি বুঝো না- এক বিদ্বেষীর তরী
ভাসাচ্ছ রোজ- রোজ! মনের সিঁড়ি কিংবা
দেওয়াল পার্থক্য করতে পারও সহজ ভাবে,
ভাঙ্গতে পারো না মৃত্যুর শৃঙ্খলা; অতঃপর
প্রাইমারি হাইস্কুল কত রেখেছিলাম-
জ্ঞানের কোষে আওয়াজ তুল একটা শৃঙ্খলা।


২২ শ্রাবণ ১৪২৯, ০৬ আগস্ট ’২২