=======================
হঠাৎ রবির মলিন করা তাপ অনুভূতি হলো-
সোনালী আকাশে হলিরঙে করে খেলা !
চাঁদ যে তার বুকের উপর বসাছে মেলা
তাপের অনুভূতি একটু হলোও দিচ্ছে জ্বালা;
তবুও ঘাসফড়িং ঘাসফুলে বিরবির চলা
হয় না আর আগের মতো ঠোঁটের বুতাম খুলা।
ধূলর গন্ধতে রুমাল চেপে নাকে সাজা-
অতঃপর রবির আজ রঙিন মেঘে সুখের জল
ভিজার দিন -নব আনন্দের দিন -পড়া
লৌমগুলোর যন্ত্রনার কথা আর হলো না বলা
শুধু কৃষ্ণতাপ বেলা।
০৫-০৩-১৮
========