====================
তোমরা চিনো কি- প্রেমও পাড়া
সেখানে তারা জোনাকির নিত্য হয় মেলা
সেই না প্রেমও পাড়ায় বাঁন্ধিছে মন-
আমার বাঁন্ধিছে মন;


ফুটে শিমুল ঝরেছে কলঙ্ক মুকুল-
কষ্ট রোদে আসে না ঘাসফড়িং ঘরে-
অবুঝ প্রাণি দোষ রাখ কোন বিবেকে-
আসতেই হবে প্রেমও মাটির বুকে !


ধানশালিকের গাঁয় অমাবস্যায়-
তুচ্ছ ফুলে ভয় রাখ বিধার প্রেমে
এই রঙের দুনিয়া চির কৃতান্ত নয়
আপনার তরে চিনে হও প্রেমময়।
১২-০৭-১৮
----------