এখনকার জীবন যাত্রা
কবিতার মধ্যে দিয়েই যাচ্ছে-
দুঃখ কষ্ট শুধু ছন্দের
সাথে তালহীন স্বপ্নের মিছিল;
ভাবনার রাত ফুরালেই
দিনের সূর্য প্রণয়ের ঘষা ঘাম!


যেনো জীবনের বার
মাস- এমনি করে ডাক দেয়-
এক সুখের হাক অথচ  
সুখের ঠিকানা মাটির দুলা ঘাস
কে বা বুঝে, কি বা দেখি?  
মিছিলের অভিনয়ে সাড়ে সর্বনাশ।


১৪চৈত্র ১৪২৮, ২৮ মার্চ ২২