ফিরলাম শুধু শূন্য হাত
পাশের লোকটি চেয়ে চেয়ে দেখলো!
মেঘটা কখন মাথায় ঘসে গেলো
বুঝলাম না; জল বৃষ্টি দেখে ভাবছো কি?
ভেবো না- দু’পা এখনো জলের উপর দাঁড়িয়ে
আকাশ ভাবি না, মাটিকে স্পর্শও করি না-
কারণ দেহটাই তো আগুন- মাটি;
দেখো দেখো ঐ যে ঘুড়ি উড়ছে-
এই বুঝি ফিরার পালা, সন্ধ্যাটা ভারি দুষ্ট
শিশির ভোর হেঁটে যাচ্ছে-
শূন্য ফাল্গুন কিংবা শূন্য হাত।


১৭ বৈশাখ ১৪২৯, ৩০ এপ্রিল ২৩