রোজ রোজ হেঁটেই যাচ্ছি-কোন গন্তব্যের দিকে
সেই গন্তব্যের অস্তিত্ব এতটুকু নেই তার কাছে;
কি অদ্ভুত? বিস্ময়কর মুখ, হাসি, দেহ এমন কি
এক আকাশের তারা নয় যেনো প্রণয়ের ভাবনা
আমার অজানা, মেঘমুক্ত আকাশ- সবুজ ঘাসে
দুল লাগানো বাতাস- তবুও আমার আমিত্ব মৃত্যু!


সোনালি অতীত তাকে স্পর্শ করে না- অথচ কোথায়
হেঁটে যায়-এক বার একটু থামি, ভাবি,বুঝি সোনা মুখ
গন্তব্য একটাই কিন্ত কখন দেখি না হাঁটি না- সে পথ-
কিনচিত ধুলমাখা দেহ পরে আছে কোন আমাবস্যা
রাতের গায়ে কিংবা ভোরের স্পর্শ ঘিরা, আমি রোজ
রোজ হেঁটেই যাচ্ছি- অতঃপর সামনে এক স্নিগ্ধময় পথ।


১৩ পৌষ ১৪২৬, ২৮ ডিসেম্বর ২০
-------------------------------