নদীর জলে- উঠেছে ভেসে
স্নিগ্ধময়ী মুখ! মাছদের
কি আনন্দ উল্লাস, কি সুখ;
না বুঝার কোন উপায় নেই-
মাটির স্পর্শে দোল দেয় ঘাস-
জোনাকির আলো, বুঝে না
অহমিকার মন; খেরের বেড়া
চিনে না, কাঠপুড়া রোদে হাঁটে না
জল স্রোতে জল নাকি মরে না-
তবু অমরত্ব মাটির ছুঁয়ায় স্নিগ্ধ মুখ।


১০ মাঘ ১৪২৯, ২৪ জানুয়ারি’২৩