রক্তের কিনারায় পরে
আছে এক সঙ্গীহীন ফুল,
ক্ষণে ক্ষণে গন্ধ নেয় আকাশ তারা;
আবার ঝিলিক মেরে ফুটে, শ্মশান
বাতাসের গায়- তবু কেনো
জানি জেগে উঠে মধ্যরাতের চাঁদ;
গন্ধ ছড়ায় হাত পা চোখে
তারপর বাগান জুড়েই নীরবতা
সঙ্গীহীন ফুলের কত যন্ত্রনা-
ঘাসফড়িংদের আনাগোনা! কেউ বুঝে না
দোল খেয়ে যায়- দুর্বলাঘাস;
অতঃপর মাটির বুকেই সঙ্গীহীন রাত।


১৭ ফাল্গুন ১৪২৯, ০২ মার্চ ২৩