ইদানীং গুচ্ছ গুচ্ছ ভাবে হিংসার
বাতাস পাচ্ছি, হৃদয় ভরে আর হাত
ছুঁয়ে নিঙ্গড়ান মুসড়ান অবিরত জল!
বাস্তবতার কি দারুণ সময় চলছে-বলতে
পার “শুভ সময়” নীতি বিশ্বাসী হলে কি হয়!
ভাবতেই এক গলা সমুদ্র যেনো ভাসচ্ছি


তাতে গাঁও গ্রামের কোন গন্ধ নাই শুধু
গরম হাওয়া অথচ এক হিংসার হিমেল
শীতল খুন করা লাশ তবুও হিংসা বুঝ না;
মন ভাঙ্গা মানে মন্দির, মসজিদ, গির্জা ভাঙ্গার
নাকি পাপ তবে কতখানি পাপ করেছ জানো
হিংসার চাদরে চেয়ে দেখো হয়েছে সম পাপ।


১২ ফাল্গুন ১৪২৬, ২৫ ফেব্রুয়ারি ২১
---------------------------------