কবি তার গল্পের চিত্রনাট্য দেহের
ভাঁজে ভাঁজে কাব্য উন্মোচন করল!
কবিতার হাসি যেনো সোনালি মাঠ-
শত মায়াময় রূপ রক্ত কোষে নাভিশ্বাস
কারণ মৃন্ময় কষ্ট বিরল তা মন ছোঁয়
অথচ কবির আঙুলে কিছু যায় আসে না
পরিশেষে চিত্রনাট্য মুখে জল শুকনো নদ
অতঃপর নদী বয়েই যাচ্ছে সমদর্শন ঘাত।


২৯ শ্রাবণ ১৪২৯,১৩ আগস্ট ’২২