মাটির কাছে থেকেও
মাটির গভীরতা বুঝি না;
আকাশের দূরত্বটা অনেক-
বাতাস সেতো স্পর্শকাতর!
শীতকেও হার মানছে; তবু
মাটির চিন্তা নেই কারণ-
সব জায়গায় সমতল ঢেউ;
জলের চিন্তা দক্ষিণে চলা
রহস্যভেদ শুধু মৃত্যুর গন্ধ
উত্তর দক্ষিণে ঘুম পারা সুখ।


২০ পৌষ ১৪২৯, ০৪ জানুয়ারি’২৩