কোথায় এসে দাঁড়ালাম বিচ্ছিরি গন্ধ
ভাবতেই শুয়োর খাওয়া মাংস পাপের কথা মনে হয়!
বিবেক বোধ শুধু পিছু টানে শৈশব, কৈ শর চঞ্চলতা;
কবে কখন এক ধর্মান্তর হয়েছি-
সংসার ধর্ম- বড্ডই বিড়ম্বনার শিকার,
রীতিনীতি মানতেই পারছি না আর;
ধর্ম মানেই এক স্বর্গীয় শান্তি!
অথচ বিনাদোষে জাহান্নামের অনলে পুড়ছি
আর কত কাল এভাবে চলবে?
সংসার ধর্ম কে ধিক জানাই ধিক-----
হাজার প্রার্থনা করেও আমার ঈশ্বর বুঝে না
কোথায় আছে হেদায়েত- ঈশ্বর?
তোমায় ছাড়া, সংসার ধর্ম মানি না- মানবো না
আমি শুধু তোমারী আরাধনা করি করতে চাই-
যতোই ঘাত প্রতিঘাত আসুক আমি শুধু সংসার ধর্ম মানি না।


০৯ অগ্রহায়ণ ১৪২৮, ২৪নভেম্বর ২১