স্বপ্ন রঙিন রাতে- চাঁদ হাসে না
ঘুমের রাতে বিড়াল মারে না-
দুধ ভাতে লাল গোলাপের গন্ধ
নাকের ছিদ্র জুড়ে স্পর্শ করে না
নবান্ন দেহে ধান মাড়াই সহ না
নদীর জল ভাসনো নাও ভাসে না
ঢেউ খেলার সময় গড়ে না না
শূন্য মনের বোধ তবু চাঁদ নিঃসঙ্গতা
সাদা মেঘ থাকতে ভালোবাসে না
তারপরও রঙিন সরলতা বুঝে না।


১১ মাঘ ১৪২৯, ২৫ জানুয়ারি’২৩