হায় রে শূন্য আসমানের চাঁদ
তোমার রহস্য গুণান্বিত- একই রঙে
ঝলসে যাও অথচ মাটির রূপ বড়ই অদ্ভুত!
চাঁদের ঝলকানিতে সবাই খুশি!
শুধু এতটুকু মাটির ঝলকানি নেই-
কষ্ট আর কষ্ট, তাও ধরা ছুঁয়ার বাহিরে
দর্পিত চাঁদ, সব সময় ছোট করে দেখে
কিন্তু মনের ভাব গভীরতা বুঝে না
সবুজ ঘাস বুকের উপর দোল খেলে যাবে
তবু আজও বুঝলাম না সরস মাটির গুন।


১১ পৌষ ১৪২৯, ২৬ ডিসেম্বর’২২