প্রতিদিন সূর্যের ভীতর হাত দিয়ে থাকি-
জ্বালাও, পোড়ার গন্ধ পাই না, কিছু তারা
দেখে হাসে, বিরক্ত শুধু পাখির দল
কারণ তাদের উড়তে হয়, অনেক দূর-
অথচ একবারও চাঁদ কখন ভাবেই না যে,
সূর্যের আলোতেই পথ চলা; তবু চাঁদের
অপেক্ষায় কাটছে সময়, মাস, বছর, যুগ,
পূর্ণিমা দেখবো বলে অন্ধকার করেছে চোখ;
তেমনী হাঁটি হুচুট খায়ে গুমড়ে পরে কষ্ট
তারপরও সূর্যের তাপে হাত স্পর্শে রাখি।


২১ ফাল্গুন ১৪৩০, ০৫ মার্চ ’২৪