কি দেখলাম লজ্জায় যেনো রাঙিয়ে গেলাম;
হঠাৎ করে আবার রাস্তার বুকে মিছিলের ফুল
ফুটার গন্ধ ভাষা চমৎকার লাগে যেনো স্প্রে
বোতলে রাখি! যখন তখন মনে হলেই বুঝি
দেহ জুড়ে স্প্রে করে নেয়! আর বর্ণ মালার বর্বরতা


শুনতে হবে না- হিংসা চূড়ায় শিমুল, পলাশের
রঙ রাঙাবে না- এই হোক আগামী সময়ের রাস্তা;
জীবন চলার চিত্র- এমন কি ঘর সংসার শান্ত!
লজ্জায় মুছে যাক- গর্বে গর্বে বুকটা ভরে উঠুক
সোনালি মিছিলে স্লোগানের যত ম্প্রে বোতল।


২৪জ্যৈষ্ঠ ১৪২৯, ০৭ জুন ২২