কত বার শৈশবে হেঁটে হেঁটে
যেতে চেয়েছিলাম! কিন্তু বার্ধক্য
সামনে এসে লম্বা বাঁধ সৃষ্টি করছে;
সোনালি আকাশ দেখি সাদা,
কিংবা গাঢ় নীল- শ্রাবণ চোখে বৃষ্টি!
অথচ শৈশব, কিছু মনে করে না
কাদা বালি ঐখানে নিঃশেষ; প্রেমমাখা
চঞ্চলতার সুগন্ধী, ঘুড়ি উড়ে না
শুধু শূন্য আকাশ, মাটির হাহাকার
তবু শৈশব হাঁটায় স্পর্শকাতর জল।


০৭ পৌষ ১৪২৯, ২২ ডিসেম্বর’২২