===================
সরিষা ফুল দেখে, কি লাভ সেখানে?
বিবেক অন্ধ, দণ্ড- এমন কি মৃত প্রায়;
অথচ এভাবে জীবন্ত লাশ হওয়া মানে
জীবনের সাথে শুধু পরাজয় বরণ করা;
যেখানে থাকে না ঈশ্বর- কোন দেবতা।


সেখানে কেন জানি অহমিকা খেলা করে
নিত্য পূজা; কি করে হবে বল পুষ্পাঞ্জলি;
ক্ষমা কর আমার পৃথিবী- সমস্ত রঙ আজ
মরীচিকা- কি করে হবে পুষ্প পূজা, আর
দৃষ্টি নন্দিন, কি লাভ- সরিষা ফুল দেখা।


২৬ অগ্রহায়ণ ১৪২৬, ১১ ডিসেম্বর ১৯
--------------------------------