ঘানি টানার মতো রোজ
সরিষা তৈল উৎপাদন হচ্ছে খুব;
ক্ষত বিক্ষত মাটির দলা
যেদিন দুর্বলা ঘাসফুলের সাথে বাসর হবে;
সেদিন ও এতটুুকু ঘ্রাণ পাবে না
লম্বা নাকটাও আর জুরাবে না!
সমস্ত উপলদ্বি ধ্বংস হবে
হৃদয় ঘানিতে মুক্তির সানাই বাজাবে নিশ্চিয়-
আবার কোন এক সরিষা দানার;
অথচ এক মুহুর্তের জন্যও হলো
বুঝার ক্ষমতাটুকু  রাখলে না- অনুশোচনা
অনুতপ্ত তো দূরের কথা- তুমি টানতে থাকো ঘানি!
আর আমি রোজ সরিষা তৈল হই।


১৪ অগ্রহায়ণ ১৪২৮, ২৯নভেম্বর ২১