অবশেষে শিশু বাচ্চাটির হাত ধরলাম
শিশু বাচ্চাটির চিৎকার কান্নাকাটি
আমার চারপাশটা, বিবৃতবোধ আতঙ্ক
ঘামে মাটি ভেজা বৃষ্টি অথচ শিশু বাচ্চার
কান্না অনেক দূর গড়ালো, তারপর
নিস্তব্ধ বাতাস আমাকে গিলে ফেললো
আকাশে সাদা মেঘগুলো আর ভাসল না
আজও কোন শিশু দেখলে চমকে উঠি
দীর্ঘশ্বাসে নাক বন্ধ প্রায়, ঘুমন্ত ভোর
আর রঙিন হলো না কোন স্মৃতি চারণ;


১২ ফাল্গুন ১৪৩০, ২৫ ফেব্রুয়ারি’২৪