বিশ্বাসের চোখে দাঁত ভাঙ্গা তর্ক
সবই দেখলাম, দু’হাত তুলে কি হবে?
ঈশ্বর নয় তো অন্যকেউ জানেন সবে-
আমি চতুর দোলা উত্তম নয় তো নরধম
বুঝলাম মেঘে মেঘে উড়ন্ত মৃদু মাটির গন্ধ;


মরে গেলাম; নেই যার এতটুকু সন্দেহ!
তবু দু’হাত তুল কিছু চাও এটাই উত্তম;  
স্বপ্ন দেখো- তারা গুণ ভয় মাখ কালবৈশাখির-  
নরধম নয় তো নাখোশ হও শুধু শুধু দাঁত  
ভাঙ্গা তর্ক ছাড়-এতো মাটির তরে সুগন্ধ লয়;  
২৬ মাঘ ১৪২৮ ০৯ ফেব্রুয়ারি ২২