বেহুদা প্রেম, বড়ই ছলচাথর-
আত্মার সংগোপনে বিব্রতবোধ করে না;  
রাতে সরিষা ফুল ফুটানোর গল্প  
অতীতই রয়ে গেলো অথচ নতুন অধ্যায়ের  
সূচনা শুধু চার ছক্কার বাউন্ডারি মারার মতো;
আফসোস এই যে গলা শুকনো দৃশ্যপট!


রক্তাক্ত ফসল আর বুক শূন্য আকাশ-  
আর কত কাদা মাটির গল্প হবে প্রেমের আশে
বিবেগবোধ বলে কিছু নেই রাত আঁধারে;
অতঃপর বেহুদা প্রেমী পারে রঙ বিরল উষ্ণতা
আর পরিশুদ্ধ স্বর্গের আলোর পিছনে
কেবলি এক ঝাক লাশের সৌহার্দপূর্ণ গল্প।


০৬ ফাল্গুন ১৪২৮ ১৯ ফেব্রুয়ারি ২২