কবিতার রঙ ধূসর নয়-
চকচকা রঙিন চিরন্তন!
যাচ্ছে বহুদূর সাদা রঙ!
খেলি দিনভর মন ছুঁয়া
কোন রঙ, ভাবতে গেলো
সময়ের রাতে আঁধার সং;
কবিতার রঙ ধূসর নয়-
বরং মিশে রঙধনু মেঘে;
নয়ন তারায় কবিতার রঙ-
বিরহ বুঝে না সুখ অনশন।


২৯ মাঘ ১৪২৯, ১২ ফেব্রুয়ারি২৩