অসুখ বিসুখ পিছু আর ছাড়ল না
বয়সের এতোই গুন মৃত্তিকা চিনল না
দোয়েল পাখিটা গান ধরে আইল পাথার
দুর্বাঘাসেরা নবান্নের আমন্ত্রণ জানায়
অথচ সুখ দুখ সাদা মেঘের ভেলা
ঘুমের, সোনার পালঙ্ক যত চাওয়া পাওয়া
এ সংসারে এরকমী হচ্ছে- অভিনয়ে
যত সব অসুখ বিসুখ আর আনন্দ উল্লাস
কষ্ট বেদনার চাদরে রঙিন ভাজে ভাজে
অশ্রুসিক্ত মাটি, একাকার হয়ে যাক-
এ দেহের সব সুখ দুঃখের ভেলা।


২৮ চৈত্র ১৪২৯, ১১ এপ্রিল ২৩