================
আকাশ ছুঁয়েছি- বৃষ্টি ছুঁয়েছি
ছুঁয়েছি সুখের এক একটা হাড়ি !
মাটির বুক পাঁজরে যত সব আড়ি-
হাজার বছর ছুঁয়ে থাকিবো
আলিঙ্গনে -আলিঙ্গনে-
দৃশ্যহীন জ্বলবে অনল পাপপূর্ণ বাড়ি!
আকাশ ছুঁয়েছি- বৃষ্টি ছুঁয়েছি।


বন্ধু শুধু ছুঁইলে না- ছুঁইলে না
প্রণয় খানী- যখন দেখিবে
আকাশ নীলে- নীলে
খোঁজে পাবে না- পাবে না
একটাও তারা জানি;
ঝর্ণার বুকে ভাসিয়ে ভাসিয়ে
আফসোস- সোনালী মাঠের
পানে দুঃখ উড়িও- ছুঁয়ে নিয়-
সুখের এক একটা হাড়ি।


২৮ মাঘ ১৪২৫,১০ ফেব্রু’১৯
--------------------------