গোলাপ কিংবা বকুল ফুল
গন্ধ ছড়াবে পাপড়ি ঝরবে-
আর অজানা পথে নিরুদেশ হবে;
হতে হয় কিন্তু পায়ের গোড়ালিতে
শিকল বেঁধে রাখলে কি হবে?
সত্যকারে যখন ঝরে মাটিতে লুটাবে
তখন কি করবে? এভাবে সন্দেহের
চোখে রাখা কিংবা শিকলে বান্ধা
কোন কাজেই আসবে না; তার চেয়ে
কোন ফুলের কলি হও- গন্ধ ছড়াও-
তাতে দুনিয়াদারির চোখে সুুখি হবে।


১১ পৌষ ১৪২৮, ২৬ ডিসেম্বর ২১