দু'পায়ের দৌড় দেখে, খুব সুখ মনে হয়
উন্নতির কথা শুনে কষ্ট চোখে জল বয়
বুঝবে কে ধূলি বালি, না আপন দোসর;
অশ্রু জল দেখো, মাটির বুকে লেখা আছে-
প্রতারণা, ছলনার অনলে মন পাপী ঘর;
তাতে কি এসে যায়, শ্বাস ছাড়া দৌড় বলে
কথা- তবু সুখ পাচ্ছি মায়ের আচল তলে
কষ্ট থাক ফুলেল আর নীল মেঘের দল
অথচ দৃষ্টিগোচর শুধু ফাঁকা ময়দান
এ বার দাঁড়াও কষ্ট- যত সুখ বুকে লও।


১১ ফাল্গুন ১৪২৮ ২৪ ফেব্রুয়ারি ২২