======================
প্রতিদিন হেঁটে চলে প্রতিধ্বনি স্বপ্নের সাথে
আর কঞ্চিবাঁশের মাথায় আহা কি সুর বাজে-
তবুও আঁধার নিশি জোনাকির ঘনবীথি ডাক
কাঁঠালি ফিরে না ঘুম ভাঙ্গে না- মাঠের বাক;


শুধু দৃষ্টিতে হরিণী চোখ থাকে- মায়াবী দেখে
অতঃপর ভিজা চোখে পূর্ণিমা রাত কতটা মুখে
সুখশ্রী হেঁটে যায় দেয়ালে অথবা চকচক দর্পনে
পূবালী কাঁচ ভেঙ্গে চৌচির কেনো না এই পবনে।
২৬-০৬-১৮
--------------