সুন্দরগুলো হয়েছে ডুবা পুকুর;
চোখের মধ্যমনি অন্ধসাগর-
জল শুধু নীবরতা আকাশ আর
মাটির হচ্ছে নাকহীন ঘ্রাণ-
তবুও মাঝে মধ্যে সবকিছুই হয়ে যায় সুন্দর-
ঘৃণা অবগা তাও লাগে সুন্দর-
রক্তাক্ত তরোয়াল- সুন্দর
একমুঠো বিবেগের গায়ে-
কে দেখচ্ছে- কে বুঝাচ্ছে সুন্দর-
খাল বিল নর্দমা এমন কি দুচোখ
তোত দূর অতঃপর সুন্দর?


২৫ বৈশাখ ১৪২৮, ০৮ মে ২১
-------------------------------