======================
বড় বৈচিত্রময় স্বপ্ননীল খাটপালঙ্কের ঘুম
অথচ আবেগ অনুভূতির বন্যফুলে ঘ্রাণ চোর-
প্রাণ সজীবতা গাছের নাকি জলস্থল নেই-
নেই শুধু প্রেমময় মমতার কুল ভরা অঘর!


তবুও অধিকার নৈঃশূন্য ভূ-খন্ডের মাটি;
ওনা আসে উড়ে বেড়াবে ঘাসফড়িং-
জোনাকি রাত আর রাঙা পথে বকুল;


এমন কি অট্টহাসির হট্টগোল সাঁকো
হবে সুর্যোদয়- শিশির ভেজা ফুলেল;
অতঃপর রয়েই যাবে বৈচিত্রময় সবুজ
পাতাদয় কিংবা পাহাড় পর্বতময়।
০৫-০৯-১৮
-----------